২৪ মে, ২০১৯ ২০:২৬

প্রতারণার দায়ে নেত্রকোনার কলমাকান্দায় ২ যুবককে কারাদণ্ড

নেত্রকোনা প্রতিনিধি :

প্রতারণার দায়ে নেত্রকোনার কলমাকান্দায় ২ যুবককে কারাদণ্ড

ইজারাদারের লোক পরিচয়ে প্রতারণা করে টোল আদায়ের অপরাধে নেত্রকোনার কলমাকান্দায় দুই যুবককে এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  

শুক্রবার বিকালে কলমাকান্দার ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুয়েল সি সাংমা এ রায় দেন। সাজাপ্রাপ্ত যুবকরা হলেন উপজেলার সদর ইউনিয়নের মুক্তিরচর এলাকার বাসিন্দা আব্দুর রাজ্জাক খানের ছেলে যুবরাজ সেলিম খান (৩০) ও একই এলাকার সেলিম খানের ছেলে নূরে আলম (২৮)।

নির্বাহী ম্যাজিস্ট্রেট রুয়েল সি সাংমা জানান, ওই দু’জন ইজারাদারের লোক পরিচয় দিয়ে প্রতারণা করে কিছু দিন ধরে টোল আদায় করছিল। তারা কলমাকান্দার কয়েকটি বালু মহলের পরিবহন কাজে নিয়োজিত নৌকা মালিকদের কাছ থেকে এ টোল আদায় করতো। 

পরে হাসানোয়াগাঁও এবং বিশাউতি এলাকার এসব বালু মহলের ইজারাদার এখলাস উদ্দিন বিষয়টি টের পেয়ে শুক্রবার তাদের ধরে পুলিশে দেয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে ঐ সাজা দেয়া হয়। কলমাকান্দা থানার ওসি মাজহারুল করিম জানান, শুক্রবার বিকেলেই  ঐ দুই যুবককে নেত্রকোনা জেলে পাঠানো হয়েছে। 

বিডি-প্রতিদিন/শফিক

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর