২৬ মে, ২০১৯ ১৭:৪১

খুলনায় ঈদে তিন ধাপে নিরাপত্তা দেবে পুলিশ

অনলাইন ডেস্ক

খুলনায় ঈদে তিন ধাপে নিরাপত্তা দেবে পুলিশ

খুলনায় ঈদের পূর্বে, ঈদের দিন ও ঈদের পরে তিন ধাপে বাড়তি নিরাপত্তা দেবে পুলিশ। এসময় নিয়মিত টহলের পাশাপাশি পুলিশের মোবাইল ও ফুট

পেট্রোল টিম মাঠে থাকবে। বিপনী বিতান, শপিংমল, বাজার এলাকার যানজট নিরসনে অতিরিক্ত ট্রাফিক ফোর্স মোতায়েন করা হবে। ঈদের জামায়াতের নিরাপত্তায় আর্চওয়াচ স্থাপন, হ্যান্ড মেটাল ডিটেক্টর ও দেহ তল্লাশীর ব্যবস্থা থাকবে।
রবিবার খুলনায় ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রেস ব্রিফিংয়ে খুলনা রেঞ্জ পুলিশের ডিআইজি ড. খন্দকার মহিদ উদ্দিন এসব কথা বলেন।
রেঞ্জ ডিআইজির কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তা ও পুলিশ সুপাররা উপস্থিত ছিলেন।
খুলনা ডিআইজি বলেন, ঈদে জনসাধারণের নিরাপত্তায় প্রায় সাড়ে ১৬ হাজার পুলিশ সদস্য মাঠে থাকবে। বড় মার্কেটগুলো, বাসস্ট্যান্ডে সিসি ক্যামেরা ও সাদা পোশাকে পুলিশ নিয়োজিত থাকবে। এছাড়া হাইওয়েতে দুর্ঘটনা এড়াতে মহাসড়ক ও আন্তঃজেলা সড়কে অবৈধ যানবাহন নসিমন-করিমন বন্ধে উদ্যোগ নেয়া হয়েছে। 

বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর