১৪ আগস্ট, ২০১৯ ১৭:৪৯

দিনাজপুরে হাসপাতালে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ২৫

দিনাজপুর প্রতিনিধি

দিনাজপুরে হাসপাতালে ২৪ ঘণ্টায় নতুন ডেঙ্গু রোগী ২৫

দিনাজপুরে হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়লেও সুস্থ হয়ে বাড়িও ফিরেছে। দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার বিকাল ৫টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুর নতুন রোগী ভর্তি হয়েছে ২৫ জন। সুস্থ হয়ে রিলিজ নিয়েছেন ৫ জন।

এ নিয়ে বুধবার বিকাল ৫টা পর্যন্ত এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে মহিলা, শিশুসহ ৬৪ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন বলে জানান জেলা সিভিল সার্জন ডা. মোঃ আব্দুল কুদ্দুছ। 

এদিকে, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগীদের চিকিৎসার খোঁজ খবর নেন জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

জেলা সিভিল সার্জন ডা. মোঃ আব্দুল কুদ্দুছ জানান, দিনাজপুর জেলায় এ পর্যন্ত ২৪১ জন ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে একজনের মৃত্যু হয়েছে। হাসপাতালে বুধবার বিকাল পর্যন্ত ৬৪ জন চিকিৎসাধীন রয়েছে। বাকিরা পর্যায়ক্রমে রিলিজ নিয়ে বাড়ি ফিরেছে। ডেঙ্গু রোগীর চিকিৎসায় সর্বাত্মক ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি।  


বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর