কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবাসহ মো. আবু তাহের (৫৯) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৫। এসময় তার কাছ থেকে ২ হাজার ৫৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক ব্যক্তি হচ্ছেন টেকনাফ সদর ইউনিয়নের খোনকারপাড়া এলাকার মো. ইউসুফের ছেলে।
র্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের ইনচার্জ লেফটেন্যান্ট কমান্ডার মীর্জা শাহেদ মাহতাব (এক্স) বিএন জানান, র্যাব-১৫ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টেকনাফ সদরের খোনকারপাড়া এলাকার আবু তাহেরের বাড়ির মধ্যে মাদকদ্রব্য বিক্রয়ের জন্য মজুদ রয়েছে। এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে ২ হাজার ৫৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে আটক করা হয়। উদ্ধার ইয়াবার আনুমানিক মূল্য ১২ লাখ ৭৫ হাজা টাকা।
উদ্ধার ইয়াবাসহ আটককৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ অনুযায়ী টেকনাফ থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
বিডি-প্রতিদিন/শফিক