বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসার দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন করেছেন দলের নেতা-কর্মীরা।
বৃহস্পতিবার দুপুরে শহরের পুরাতন বাস স্টেশন এলাকায় জেলা বিএনপি এ কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমান সরকার অবৈধভাবে ক্ষতায় টিকে থাকার জন্য অন্যায়ভাবে দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়াকে কারাবন্দি করে রাখা হয়েছে। সেখানে তার সুচিকিৎসা হচ্ছে না। সরকার বেগম জিয়াকে তিলে তিলে মারতে চায়। এই অন্যায় থেকে বিরত থেকে খালেদা জিয়াকে মুক্তি ও সুচিকিৎসার দাবি জানান বক্তারা।
জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট শেরেনূর আলীর সভাপতিত্বে ও যুগ্ম সম্পাদক কাজী নাসিম উদ্দিন লালার পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আব্দুল হক, আবুল কালাম, যুগ্ম সম্পাদক সোয়েব আহমদ, অ্যাডভোকেট আমিরুল হক, জোনাব আলী, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শামসুর রহমান প্রমুখ।
মানববন্ধনে যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরাও উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন