নীলফামারীতে সামাজিক নিরাপত্তা কর্মসূচিতে নির্বাচন প্রক্রিয়াবিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের কলেজ পাড়ায় অবস্থিত ওয়ার্ল্ড ভিশন অফিসে এই সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজুল ইসলাম প্রামানিক। বক্তব্য রাখেন ইউনিয়ন কৃষক লীগ সভাপতি অনিল চন্দ্র রায়, ইউনিয়ন পরিষদ সচিব নুর ইসলাম, ভিসিএ সভাপতি সুকুমার রায় প্রমুখ।
এতে বয়ষ্ক, বিধবা, প্রতিবন্ধী, মাতৃত্ব ভাতাসহ সরকারি বিভিন্ন কর্মসূচিতে উপকারভোগী নির্বাচনে বিভিন্ন শর্তাবলি এবং সরকারি নির্দেশনা উপস্থাপন করা হয়।
বিডি প্রতিদিন/আল আমীন