২২ ফেব্রুয়ারি, ২০২০ ১৭:৪০

নেত্রকোনায় স্কাউট দিবস ও লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিনে র‌্যালি

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনায় স্কাউট দিবস ও লর্ড ব্যাডেন পাওয়েলের জন্মদিনে র‌্যালি

স্কাউট দিবস ও লর্ড ব্যাডেন পাওয়েলের ১৬৩তম জন্মদিন উপলক্ষে নেত্রকোনায় একটি র‌্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

শনিবার সকাল সাড়ে ১১টায় মোক্তারপাড়াস্থ মুক্তমঞ্চ থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিতে নেতৃত্ব দেন জেলা রোভার স্কাউট সম্পাদক অধ্যাপক কামরুজ্জামান চৌধুরী।

র‍্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মোক্তারপাড়া জেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে এসে শেষ হয়।

এ সময় জেলা রোভার স্কাউটের কর্মকর্তাসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

প্রসঙ্গত, বাংলাদেশের জাতীয় স্কাউটিং সংস্থা। স্কাউটিং হল একটি আন্দোলন যার কাজ আনন্দের মধ্য দিয়ে শিক্ষা দান। এর মাধ্যমে একজন ছেলে বা মেয়ে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে। স্কাউটিং এর মধ্যে লুকিয়ে থাকে অপার আনন্দ যার স্বাদ নিতে হলে যোগদান করতে হবে এই আন্দোলনে। ১৯০৭ সালে রবার্ট স্টিফেন্সন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অফ গিলওয়েল সংক্ষেপে বি.পি এই আন্দোলনের শুরু করেন। 

বিডি-প্রতিদিন/বাজিত হোসেন

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর