৬ এপ্রিল, ২০২০ ২০:১০

সাভারে প্রতিবন্ধী অসহায় পরিবারে খাদ্য-অর্থ সহায়তা

সাভার প্রতিনিধি:

সাভারে প্রতিবন্ধী অসহায় পরিবারে খাদ্য-অর্থ সহায়তা

সাভারে ৫০ টি অসহায় ও বিশেষভাবে-সক্ষম (প্রতিবন্ধী) ব্যক্তির পরিবারের মাঝে জরুরি খাদ্য সামগ্রী ও নগদ অর্থ সহায়তা দেওয়া হয়েছে। গত শুক্রবার প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা সংগঠন ডীফ'র উদ্যোগে এ খাদ্য সহায়তা দেওয়া হয়। 

সাভার পৌর অঞ্চলের ব্যাংক কলোনী ও আশপাশের এলাকায় এ সহায়তা দেওয়া হয়। এর মধ্যে ৩২ জনকে খাদ্য সামগ্রী দেওয়া হয়। আর বাকিদের অর্থ সহায়তা করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ কেজি ডাল, ১ লিটার সয়াবিন তেল এবং একটি সাবান। 

চলমান সমস্যার উত্তরণে সাভারের পাশাপাশি দেশের অন্যান্য জায়গায়ও অসহায় মানুষের মাঝে তারা সাহায্য পৌঁছে দেওয়ার চেষ্টা করছে। ইতিমধ্যে যশোরের বেশকিছু এলাকায় এবং আশুলিয়ায় ত্রাণ সহায়তা দেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে। 

উল্লেখ্য, ডিফরেন্টলি-অ্যাবলড ইমপাওয়ারমেন্ট এ্যান্ড এ্যাডভান্সমেন্ট ফাউন্ডেশন (ডীফ) একটি অলাভজনক সামাজিক সংগঠন। সংগঠনটি সাধারণত বিশেষভাবে-সক্ষম (প্রতিবন্ধী) ব্যক্তিদের উন্নয়ন ও অধিকার রক্ষায় কাজ করে।


বিডি প্রতিদিন/হিমেল

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর