মাগুরায় আজ রবিবার থেকে সরকারিভাবে প্রান্তিক কৃষকদের নিকট থেকে বোরো ধান ক্রয়ের উদ্বোধন করেছেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সুফিয়ান, ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম ও জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হাফিুজুর রহমান।
জেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান জানান, বোরো ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জনে কৃষক বাছাইয়ের উদ্দেশ্যে উন্মুক্ত লটারির মাধ্যমে সদর উপজেলার ১ হাজার ১৪৫ জন কৃষক নির্বাচন করা হয়েছে। একইভাবে জেলার অন্য তিন উপজেলা শ্রীপুর, শালিখা ও মহম্মদপুর উপজেলা থেকেও কৃষক নির্বাচন করা হয়েছে। এ বছর সরকারিভাবে ধানের মূল্য নির্ধারণ করা হয়েছে প্রতি কেজি ২৬ টাকা। লটারির মাধ্যমে নির্বাচিত কৃষকদের কাছ থেকে ৩ হাজার ৭২৩ মেট্রিক টন ধান ক্রয়ের লক্ষ্যমাত্র নির্ধারণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আল আমীন