২ সেপ্টেম্বর, ২০২০ ১৪:২২

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ২০০ মানুষকে সহায়তা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি

পটুয়াখালীতে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ২০০ মানুষকে সহায়তা

ডাকুয়া ইউনিয়নের আটখালী মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এসব বিতরণ করা হয়

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ও চিকনিকান্দি ইউনিয়নে ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত ২০০ হতদরিদ্র মানুষের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি ও করোনা প্রতিরোধে ব্যবহৃত সামগ্রী বিতরণ করা হয়েছে। পিচ উইন্ডস জাপানের (পিডব্লিউজে) সহযোগিতায় ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের (ডিসিএইচটি) আয়োজনে বুধবার সকাল ১০ টায় ডাকুয়া ইউনিয়নের আটখালী মাধ্যমিক বিদ্যালয় হল রুমে এসব বিতরণ করা হয়।

অনুষ্ঠানে ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের (ডিসিএইচটি) প্রকল্প ম্যানেজার রনজিৎ হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিষ কুমার। বিশেষ অতিথি ছিলেন গলাচিপা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. নজরুল ইসলাম, আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি দিলীপ নারায়ণ এবং আটখালী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. মস্তফা কামাল।

এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ঢাকা কমিউনিটি হাসপাতাল ট্রাস্টের প্রোগ্রাম ম্যানেজার সাদিয়া সামাদ মৌ, ডা. মো. নাজমুল হোসেন, গলাচিপা প্রকল্প অফিসার মো. হাসানুজ্জামান রতন, সুমাইয়া আক্তার, রিয়াদ আহম্মেদ, সেলিম হোসেন, মনোয়ার হোসেন সাইদুলসহ অন্য কর্মকর্তারা।

নিত্যপ্রয়োজনীয় ও করোনা প্রতিরোধের সামগ্রীর মধ্যে ছিল, চাল ১০ কেজি, আলু ৪ কেজি, ডাল ২ কেজি , তেল ১ লিটার, ত্রিপল ১টি, মাছ ধরার জাল ১টি, বিস্কিট ৪ প্যাকেট, সাবান ২টি, মাস্ক ১টিসহ অন্যান্য সামগ্রী। 

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর