গাজীপুরের পূবাইল নাগদা ব্রীজের উত্তরপাশে বিপুল পরিমাণ ইয়াবা বিক্রয়ের সময় নারীসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পূবাইল থানা পুলিশ। আটককৃতরা হলেন তুহিন খান (৩২) ও তাসলিমা বেগম (৩৫)। ঘটনাটি ঘটেছে গতকাল রবিবার (২৭ সেপ্টেম্বর) রাতে। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে মাদক আইনে মামলা শেষে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, মাদক কারবারিরা ওই এলাকায় মাদক ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিরো। এমন গোপন সংবাদের ভিত্তিতে পূবাইল থানার এএসআই জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ ওই এলাকায় অভিযান চালায়। এসময় তুহিন খান ও তাসলিমাকে হাতে নাতে আটক করে। পরে তাদের দেহ তল্লাশি চালিয়ে একহাজার ৫১ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এ ব্যাপারে পূবাইল থানার ওসি নাজমুল হক ভূঁইয়ার সাথে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে বলে জানান।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ