২৬ নভেম্বর, ২০২০ ১৯:২৬

বেতন বৈষম্য নিরসনের দাবিতে বাগেরহাটে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

বাগেরহাট প্রতিনিধি

বেতন বৈষম্য নিরসনের দাবিতে বাগেরহাটে স্বাস্থ্য সহকারীদের কর্মবিরতি

নিয়োগবিধি সংশোধন করে বেতন বৈষম্য নিরসনের দাবিতে বাগেরহাটে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু করেছে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীরা।

বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ও দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের আয়োজনে বৃহস্পতিবার সকাল থেকে বাগেরহাট সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ কর্মসূচি পালিত হয়।

এসময় বক্তব্য রাখেন দাবি বাস্তবায়ন সমন্বয় পরিষদের বাগেরহাট জেলা শাখার আহ্বায়ক মো. আমলাম হোসেন ফরাজি, সদস্য সচিব মো. আরাফাত হোসেন, রবিউল ইসলাম, মোসা. সাইফুন নাহার, জাকির হোসেন ও জাহিদুর রহমান প্রমুখ।

বক্তরা বলেন, আমাদের দাবি নিয়োগবিধি সংশোধনসহ ক্রমানুসারে স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য সহকারীদের বেতন গ্রেড ১৬তম থেকে যথাক্রমে ১১, ১২ ও ১৩তম গ্রেডে উন্নীত করা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চলবে। এ সময় কোনো টিকাদান কর্মসূচিতেও অংশ নেওয়া হবে না।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর