লক্ষ্মীপুরে শতাধিক অসহায়, গরিব ও দুস্থ শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার সকালে শহরের হ্যাপি সিনেমা হলের সামনে এসব বস্ত্র বিতরণ করেন গ্রীণ ক্যাবল নেটওয়ার্কের স্বত্বাধিকারী ও সম্ভাব্য পৌর মেয়র প্রার্থী মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া।
এসময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আমজাদ হোসেন, সাবেক ছাত্রনেতা নজরুল ইসলাম ভুলু ও দেলোয়ার হোসেন নিশাদ ভূঁইয়া প্রমুখ।
মাসুম ভূঁইয়া জানান, নিজস্ব অর্থায়নে পৌরসভার প্রতিটি ওয়ার্ডে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হবে।
বিডি প্রতিদিন/এমআই