সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে সিদ্ধিরগঞ্জে ভারতীয় শাড়ি চোরাচালানের দায়ে মো. মাসুদ রানা (৪০) নামে এক চোরাকারবারীকে আটক করেছে র্যাব-১১। বুধবার সকালে সিদ্ধিরগঞ্জ থানাধীন ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চেকপোষ্ট স্থাপন করে প্রাইভেটকারটি তল্লাশি করে তাকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ৬’শ টি ভারতীয় শাড়ী উদ্ধার এবং পরিবহনের কাজে ব্যবহৃত একটি প্রাইভেট গাড়ি জব্দ করা হয়। র্যাব-১১’র অতিরিক্ত পুলিশ সুপার মো. জসিম উদ্দীন চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
র্যাব জানায়- গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদ ও প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আসামী কুমিল্লার কোতয়ালী থানাধীন বিষ্ণপুরের মৃত খোরশেদ আলমের ছেলে। সে দীর্ঘদিন যাবৎ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে প্রাইভেট কার চালকের ছদ্মবেশে ভারত হতে অবৈধভাবে চোরাই পথে ভারতীয় শাড়ী এনে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় বিভিন্ন মার্কেটে বিক্রয় করে আসছিল। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলে বিজ্ঞপ্তিতে জানায় র্যাব-১১।
বিডি প্রতিদিন/এ মজুমদার