চাঁপাইনবাবগঞ্জে মো. গোলাম রাব্বানী তোতা সম্পাদিত ‘একাত্তরের স্মৃতি’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে শহরের সেরিকালচার প্রাঙ্গণে মুক্তিযুদ্ধবিষয়ক এই গ্রন্থের মোড়ক উন্মোচন করেন সাবেক অধ্যক্ষ মো. সাইদুর রহমান।
এসময় প্রবীণ সাংবাদিক বীর মুক্তিযোদ্ধা মো. তসলিম উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা মো. তরিকুল ইসলাম, আব্দুর রহিম, শওকত আলী ও সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা সোহরাব আলী প্রমুখ।
বিডি প্রতিদিন/এমআই