দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের চিরিরবন্দরে বাসের চাপায় মোসলেম উদ্দিন (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। এ সময় সাথে থাকা তারই কর্মচারী আকাশকে গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে দিনাজপুর-সৈয়দপুর মহাসড়কের চিরিরবন্দরের দশমাইল হাইওয়ে থানার পূর্বপাশে এ দুর্ঘটনা ঘটেছে।
নিহত মোসলেম উদ্দিন দিনাজপুর শহরের সিপাহীপাড়ার মৃত জয়নাল আবেদিনের ছেলে। সে দিনাজপুর শহরের ফুলবাড়ী বাসস্ট্যান্ড-এতিমখানা মার্কেটের রাজদুত এন্টারপ্রাইজের স্বত্ত্বাধিকারী।
স্থানীয়রা জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা রংপুরগামী অজ্ঞাতনামা একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীতদিক আসা উক্ত মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক ব্যবসায়ী মোসলেম উদ্দিন মারা যান। এ সময় দ্রুতগামী বাসটি মোটরসাইকেলটিকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়।
চিরিরবন্দরের ফতেজংপুর ইউপি চেয়ারম্যান নুর মোহাম্দ এর সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন