১৯ জানুয়ারি, ২০২১ ২০:৩০

জমির বীজতলার সাথে এ কেমন শত্রুতা!

দিনাজপুর প্রতিনিধি

জমির বীজতলার সাথে এ কেমন শত্রুতা!

ক্ষতিগ্রস্ত বীজতলা।

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় ৫০ বিঘা জমির বীজতলা বিষ দিয়ে নষ্ট করেছে দুর্বৃত্তরা। বীজতলায় রাতের আধারে কে বা কারা কীটনাশক বিষ ছিটিয়ে গরিব-অসহায় বর্গা চাষিদের জমির বীজ নষ্ট করে দিয়েছে।

মঙ্গলবার দুপুরে দেখা যায়, উপজেলার রনগাঁও ইউনিয়নের কনুয়া গ্রামের মো. নুর আলম, মো. আবুল কালাম আজাদ, মো. আনারুল ও মো. এন্তাজুল হকের প্রায় ৫০ বিঘা ইরির জন্য তৈরি বীজতলা নষ্ট হয়ে গেছে।

বীজতলা নষ্ট করে দেওয়ায় ওই কৃষকদের মাথায় হাত পড়েছে। খরচ বাবদ প্রায় ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন তারা। বীজতলার অভাবে এবার তারা ধান লাগাতে পারবেন কি না, তা নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে ভুক্তভোগী কৃষকরা।

ভুক্তভোগী কৃষকরা জানান, এ ব্যাপারে বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা বরাবর তদন্ত সাপেক্ষে প্রকৃত অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়ে অভিযোগ জানিয়েছেন তারা।

বিডি প্রতিদিন/এমআই

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর