ময়মনসিংহের ভালুকায় প্রাকৃতিক পরিবেশে শিশু বাচ্চাদের বিনোদনের পার্ক উদ্বোধন হয়েছে। ‘গ্রিন অরণ্য পার্ক’ নামের ব্যাক্তিমালিকানাধিন ওই পার্ক বুধবার দুপুরে দোয়া, মিলাদ ও ফিতা কেটে উদ্বোধন করা হয়।
উপজেলার হবিরবাড়ী থেকে মাত্র দুই কিলোমিটার পূর্বদিকে মনোমুগ্ধকর প্রাকৃতিক নিরিবিলি পরিবেশে গড়ে উঠেছে ময়মনসিংহ বিভাগের সবচেয়ে দৃষ্টিনন্দন ও সর্বাধুনিক এ পার্ক। ফিতা কেটে উদ্বোধন করেন পার্কের চেয়ারম্যান শহীদুল ইসলাম শহীদ।
এ সময় অন্যান্যদের মাঝে হবিরবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তোফায়েল আহাম্মেদ বাচ্চু, ভালুকা মডেল থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন, পার্কের ব্যবস্থাপনা পরিচালক মোস্তাফিজুর রহমান মামুন ও মাহমুদুল হাসান মুরাদ, উপজেলা যুবলীগের মহিলা বিষয়ক সম্পাদক রহিমা আফরোজ শেফালী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জাকির হোসেন শিবলী, হবিরবাড়ী ইউনিয়ন যুবলীগের সাবেক সভাপতি আবু সাঈদ, উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়া উপস্থিত ছিলেন।
বিডি প্রতিদিন/আল আমীন