বরিশাল নগরীতে মাদক বিরোধী সংগঠন ‘নিউ লাইফ’ এর উদ্যোগে অসহায়-দুস্থ শীতার্ত ৩ শতাধিক মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত কুমার বিশ্বাস, ১০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহিদুল্লাহ কবীর, ১০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদক শেখর দাস, নিউ লাইফ এর ব্যবস্থপনা পরিচালক মো. গোলাম মর্তুজা জুয়েল, পরিচালক ইয়াসির আরাফাত বাদশা, বরিশাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক কাজী মিরাজ মাহমুদ, রিপন শারিয়ার,ই নজামুল হক শুভ ও শাওন খানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জেলা প্রশাসক মাদকের অন্ধকার জগত থেকে বেড়িয়ে আলোর পথে আসার জন্য সকলের প্রতি আহবান জানান।
বিডি প্রতিদিন/আল আমীন