নেত্রকোনার পূর্বধলায় ট্রেনে কাটা পড়ে খায়রুল ইসলাম (৩০) নামের এক যুবক নিহত হয়েছেন। তিনি উপজেলা সদরের নয়াপাড়া গ্রামের মো. কবীর খানের ছেলে। শুক্রবার সকালে তার লাশ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে ১২টার দিকে জারিয়া-ময়মনসিংহ রেলপথের পূর্বধলা বাজারের কাছে এ দুর্ঘটনা ঘটে।
পূর্বধলা রেল স্টেশনের বুকিং সহকারী মো. আব্দুল মোমেন জানান, বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ থেকে জারিয়াগামী ২৭৮ নং লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ওই যুবক নিহত হয়েছেন।
গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আশরাফ উদ্দিন ভুঁইয়া জানান, শুক্রবার সকালে লাশ উদ্ধার করা হয়েছে। নিহতের স্বজনরা লাশ শনাক্ত করেছে। স্বজনদের দাবি তিনি কিছুটা মানসিক বিকারগ্রস্ত ছিলেন।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        