লক্ষ্মীপুরে নিখোঁজের দুই দিন পরে ডোবা থেকে ১০ বছর বয়সী এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে সদর উপজেলার উত্তর হামছাদি ইউনিয়নের শ্যামগঞ্জ গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করে সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়।
নিহত শিশুর নাম রাহিম। সে স্থানীয় বাসিন্দা সফিউল্লাহর ছেলে ও স্থানীয় নূরানি মাদ্রাসার ৪র্থ শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, গত শুক্রবার সন্ধ্যায় মায়ের কাছে টাকা চেয়ে বাড়ি থেকে বের হয়ে যায় শিশু রাহিম। এরপর আর সে বাড়ি ফেরেনি। তাকে না পেয়ে এলাকায় মাইকিংও করা হয়। দুপুরে বাড়ির পাশের বাগানের একটি ডোবায় তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ এসে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়।
লক্ষ্মীপুর মডেল থানার ওসি তদন্ত শিপন বড়ুয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি প্রতিদিন/আবু জাফর