গাজীপুরের টঙ্গী মিলগেইট টাটা মোটরসের সামনে ট্রাকচাপায় জেসমিন আক্তার (২৬) নামে এক নারী নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (৩০ মার্চ) রাতে। এঘটনায় থানায় মামলা হয়েছে। তবে ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি।
জানা যায়, মঙ্গলবার রাত ৮টার সময় দত্তপাড়া হাজী মার্কেট নিজ বাসা থেকে মোটরসাইকেল যোগে নৌ-দম্পত্তি টঙ্গী বাজার যাওয়ার উদ্যেশে বাসা থেকে বের হন। এসময় ঢাকা ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী মিলগেইট টাটা মোটরসের সামনে পৌঁছালে অজ্ঞাত একটি ট্রাক ওই মোটরসাইকেলকে চাপা দিলে জেসমিন ছিটকে ট্রাকের নিচে গিয়ে তিন খণ্ড হন এবং তার স্বামী সফি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ ও আহত সফিকে উদ্ধার করেন।
টঙ্গী পূর্ব থানার ওসি মো: জাবেদ মাসুদের সাথে যোগাযোগ করলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ তাফসির