সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও বীর মুক্তিযোদ্ধা বেলাল হোসেন আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার বিকেল সোয়া চারটার শহরের মুজিব সড়কস্থ তার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ বছর। তিনি স্ত্রী ও দুই পুত্রসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।
বেলাল হোসেন পরপর তিনবার সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদকের দায়িত্বও পালন করেছেন। তার মৃত্যুতে জেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ বিশ্বাস, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. কেএম হোসেন আলী হাসান ও সাধারন সম্পাদক আব্দুস সামাদ তালুকদারসহ জেলা পর্যায়ের শীর্ষ নেতারা শোকজ্ঞাপন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
জেলা আওয়ামীলীগের সহসভাপতি আবু ইউসুফ সুর্য্য জানান, মরহুমের নামাজে জানাযা শনিবার বাদ জোহর চৌরাস্তা জামে মসজিদে অনুষ্ঠিত হবে এবং রহমতগঞ্জ কবরস্থানে দাফন করা হবে।
বিডি প্রতিদিন/আল আমীন