ফরিদপুরে কঠোরভাবে পালন হচ্ছে লকডাউন। সকাল থেকে বিভিন্ন পয়েন্টে আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীর তৎপরতা ছিল চোখে পড়ার মতো। লকডাউনের কারনে অফিস-আদালতের সাথে বন্ধ রয়েছে সকল মার্কেট ও দোকানপাট। বাস-ট্রেন চলাচলসব বেশীর ভাগ যানবাহনই বন্ধ রয়েছে।
তবে সীমিত আকারে শহরের বিভিন্ন স্থানে রিকশা ও ইজিবাইক চলাচল করতে দেখা গেছে। রোজার প্রথম দিন এবং লকডাউন কড়াকড়ি থাকায় রাস্তায় মানুষজন তেমন একটা বের হয়নি। শহরের বিভিন্ন পাড়া-মহল্লার সড়কগুলোতে ব্যারিকেট দিয়ে যানবাহন ও মানুষের চলাচল বন্ধ করা হয়েছে।
স্বাস্থ্যবিধি মেনে কিছু স্থানে কাঁচাবাজারে বেচাকেনা চলছে। শহরে লকডাউন কঠোরভাবে পালন করা হলেও একেবারেই ভিন্নচিত্র গ্রাম গুলোতে। সেখানে লকডাউনের কোন প্রভাব পড়েনি।
ফরিদপুরের পুলিশ সুপার আলিমুজ্জামান জানান, লকডাউনে যাতে কেউ অপ্রয়োজন ঘর থেকে বের না হন সেজন্য পুলিশ কঠোর নজরদারী করছে।
বিডি প্রতিদিন/ ওয়াসিফ