সিদ্ধিরগঞ্জের ব্যস্ততম কয়েকটি এলাকায় গভীর রাতে খাবার বিতরণ করলেন এসিল্যান্ড। সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের এসিল্যান্ড রেজা মো. গোলাম মাসুম সোমবার (২৬ এপ্রিল) রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শতাধিক ছিন্নমূল মানুষকে সেহেরির খাবার বিতরণ করেছেন।
জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় মধ্যরাতে ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে এই সেহরির খাবার বিতরণ করা হয়। খাবার হিসেবে ছিল মোরগ বিরিয়ানী, ডিম, কোমল পানীয় ও পানি।
এসিল্যান্ড রেজা মো. গোলাম মাসুম বলেন, 'এই মহামারিকালে খেটে খাওয়া মানুষগুলোর আয় রোজগার কমে যাওয়ায় সেহেরিতে তারা যেন একটু ভাল খেতে পারে তাই আমাদের একটু ক্ষুদ্র প্রচেষ্টা।' ভবিষ্যতেও এ ধরনের কাজ করতে চান বলেও জানান তিনি।
বিডি প্রতিদিন / অন্তরা কবির