প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ও নিজেস্ব অর্থায়নে মুন্সীগঞ্জে টানা তৃতীয়দিনের মতো করোনায় ক্ষতিগ্রস্ত কর্মহীন ৫০০ পরিবারের ঘরে ঘরে ঈদ উপহার খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হচ্ছে।
সোমবার (১০ মে) সকাল থেকে সদর উপজেলার চরকেওয়ার ইউনিয়নের বিভিন্ন গ্রাম ঘুরে ঘুরে ঈদ উপহার খাদ্য সহায়তা বিতরণ করা হয়। এসব উপহার পৌঁছে দিচ্ছেন জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী আফসার উদ্দিন ভূইয়া।
উপহার বিতরণ কালে তিনি জানান, করোনা কালিন সময়ে তার এই সহায়তা কার্যক্রম চলমান থাকবে। এসময় চরকেওয়ার ইউনিয়ান আওয়ামীলীগ সভাপতি আব্দুর রাজ্জাক ছাড়াও স্থাণীয় গণ্যমান্য ব্যক্তবর্গ উপস্থিত ছিলেন।
বিডি-প্রতিদিন/আব্দুল্লাহ সিফাত