নোয়াখালীর চাটখিল উপজেলায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগে আবদুল হাকিম (৩০) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার দক্ষিণ রামায়ণপুর গ্রামের হাফিজ উদ্দিন সর্দার বাড়ির আবুল কাশেমের ছেলে।
আজ বুধবার দুপুরে আটককৃত আসামিকে গ্রেফতার দেখিয়ে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে গতকাল মঙ্গলবার রাতে তার বসত বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। নির্যাতিত গৃহবধূ থানায় এসে ধর্ষণের অভিযোগ করেন।
ভুক্তভোগী গৃহবধূ অভিযোগ করেন, গত ১৯ এপ্রিল গৃহবধূর ঘরের দরজা ভেঙে প্রবেশ করে অভিযুক্ত আবদুল হাকিম তাকে ধর্ষণ করে। এরপর ভয়ভীতি দেখিয়ে কাউকে ঘটনা জানাতে নিষেধ করে। তাই তিনি বিষয়টি এতদিন কাউকে বলতে এবং থানায় অভিযোগ করেননি।
চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করে বিচারিক আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
বিডি প্রতিদিন/আবু জাফর
 
                         
                                     
                                                             
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                         
                                        