গাজীপুরের টঙ্গী আরিচপুর এলাকায় আলোর মিছিল স্বনির্ভরায়ন প্রকল্পের মাধ্যমে আজ শনিবার দুপুরে দুস্থদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।
প্রকল্প চেয়ারম্যান সৈয়দ মুজিবুর রহমান শাহ'র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইন্সপিরেশন ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক সৈয়দ মুনিরা ইসলাম।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন জিএমপি উপ-পুলিশ কমিশনার অপরাধ (দক্ষিণ) মোহাম্মদ ইলতুৎ মিশ। অন্যান্যদের মধ্যে আরো বক্তব্যদেন ৫৬ নং ওয়ার্ড কাউন্সিলর আবুল হোসেন, বিল্লাল হোসন মোল্লা, আখতার হোসাইন, মজিবর মোড়ল ও তরিকুল ইসলাম তারেক প্রমূখ।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন