খুলনা জেলার দিঘলিয়া উপজেলা থেকে দুই রাউন্ড গুলি, একটি পিস্তল, একটি ককটেল সাদৃশ্য বস্তু, একটি ছোরা ও পাঁচটি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল ৮টার দিকে দিঘলিয়ার ২নম্বর বারাকপুর ইউনিয়নের নন্দনপ্রতাপ বাজার এলাকা থেকে এসব উদ্ধার করা হয়।
খুলনা জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মাহবুব হাসান বলেন, মোটরসাইকেলগুলোর মালিক কারা আমরা নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাথমিকভাবে জানতে পেরেছি। পরে বিআরটিএ'র থেকে তথ্য নিয়ে নিশ্চিত হতে পারবো।
বিডি-প্রতিদিন/সালাহ উদ্দীন