২৫ জুলাই, ২০২১ ২১:৫৭

শিমলিয়া-বাংলাবাজার নৌরুটে থেমে নেই যাত্রী পারাপার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

শিমলিয়া-বাংলাবাজার নৌরুটে থেমে নেই যাত্রী পারাপার

শিমলিয়া-বাংলাবাজার নৌরুটে থেমে নেই যাত্রী পারাপার

টানা ১৪ দিনের কঠোর লকডাউনের তৃতীয় দিনেও বিধিনিষেধ উপেক্ষা করে বাংলাবাজার প্রান্ত থেকে নৌরুটে যাত্রী ও যানবাহন আসছে শিমুলিয়া ঘাটপ্রান্তে। রবিবার সকাল থেকেই শিমুলিয়া-বাংলাবাজার এ নৌরুটের ফেরিগুলোতে শতশত যাত্রী ও ব্যক্তিগত গাড়ির পারাপার হতে দেখা গেছে।

এদিকে লকডাউনে লঞ্চ বন্ধ হওয়ার পরও শিমুলিয়া-বাংলাবাজার এ নৌরুটে থেমে নেই যাত্রী পারপার। এ নৌরুটে যাত্রীরা ফেরিতে করেই পারপার হচ্ছেন। কর্মস্থলে ফেরা যাত্রীরা শিমুলিয়া ঘাটপ্রান্তে এসে বিভিন্ন অজুহাত দেখিয়ে ভেঙ্গে ভেঙ্গে রাজধানীর ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে যাচ্ছেন। 

মাওয়া নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ সিরাজুল কবির জানান, আমাদের শিমুলিয়া প্রান্তে যাত্রী ও যানবাহনের তেমন চাপ নেই। তবে বাংলাবাজার থেকে আসা ফেরিগুলোতে যাত্রী ও ছোট বড় যানবাহন রয়েছে চোখে পরার মতো। ফেরি থেকে নেমেই রাজধানীমুখী এসকল যাত্রীরা বিভিন্ন মাধ্যমে স্ব-স্ব গন্তব্যে চলে যাচ্ছেন, আর স্বল্পতম সময়ের মধ্যেই শিমুলিয়া ঘাট ফাঁকা হয়ে যাচ্ছে। বর্তমানে ৮টি ফেরি দিয়ে যানবাহন ও যাত্রী পারাপার অব্যাহত রয়েছে।

 

বিডি প্রতিদিন/ ওয়াসিফ

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর