বিস্ফোরক মামলায় সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজকে কারাগারে পাঠানো হয়েছে। ২০১৮ সালে পুলিশ বাদী হয়ে সদর থানায় দায়ের করা বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় বৃহস্পতিবার দুপুরে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে স্পেশাল ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ ফজলে খোদা নাজির জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিপক্ষের আইনজীবী সিরাজগঞ্জ শহর বিএনপির আহবায়ক এডভোকেট ইন্দ্রজিত সাহা এই তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে মামলাটিকে গায়েবী ও হয়রানিমূলক উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে ছাত্রদল নেতা সেরাজের নেতার নিঃশর্ত মুক্তি দাবি করেছেন কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, সিরাজগঞ্জ জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক খোরশেদ আলম মিন্টু, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাংগঠনিক সম্পাদক রিফাত হাসান সুমন।
বিডি প্রতিদিন/আল আমীন