মানিকগঞ্জ জেলা যুব উন্নয়ন কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে। ঘিওর উপজেলার জোকা এলাকায় প্রতিষ্ঠিত জেলা যুব উন্নয়ন কেন্দ্রে শনিবার রাতে এই চুরির ঘটনা ঘটে।
জেলা যুব উন্নয়ন কর্মকর্তা অলোকা প্রভা দে জানান, আজ সকালে অফিসে এসে দেখা যায় দুটি রুম থেকে ৪০টি কম্পিউটারের প্রসেসর ও ৪০টি র্যাম চুরি হয়ে গেছে। গত রাতের কোনো এক সময় রুমের লক খুলে চোরেরা এসব মালামাল নিয়ে যায়। বিষয়টি ঘিওর থানাকে মৌখিকভাবে অবগত করা হয়েছে।
ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রিয়াজ উদ্দিন আহমেদ বিপ্লব জানান, জেলা যুব উন্নয়ন কেন্দ্রে চুরির ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
বিডি প্রতিদিন/এমআই