ফেনী সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনে একক প্রার্থী হিসেবে বিনা ভোটে জয় পেতে যাচ্ছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শুসেন চন্দ্র শীল।
সোমবার একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি। আজ মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে বিকেল ৫টা পর্যন্ত শুসেন ছাড়া অন্য কোনো প্রার্থী মনোনয়নপত্র জমা দেননি।
জেলা নির্বাচন কর্মকর্তা নাসির উদ্দিন পাটোয়ারী জানান, যাচাই-বাছাই শেষে সব ঠিক থাকলে আগামী ২০ সেপ্টেম্বর বিনা প্রতিদ্বন্দ্বিতায় তাকে নির্বাচিত ঘোষণা করা হবে।
প্রসঙ্গত, শুসেন ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ফেনী জেলা ছাত্রলীগ ও জেলা যুবলীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
বিডি প্রতিদিন/এমআই