খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় পুলিশসহ ৬ জন আহত হয়েছেন। জেলা সদরের জিরোমাইল এলাকায় আজ শনিবার এ ঘটনা ঘটে। এতে পুলিশের এসআইসহ আরও ৬ জন আহত হন।
আহতদের মধ্যে দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ জানায়, জিরো মাইল এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাস ও আলুটিলাগামী পুলিশবাহী পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে এসআইসহ ৫ পুলিশ সদস্য ও পিকআপ ভ্যানের চালক আহত হন। গুরুত্বর আহত দুই পুলিশ সদস্য চট্টগ্রামে ও বাকীরা খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুর্ঘটনায় কবলিত দুইটি গাড়ি পুলিশ জব্দ করেছে।
বিডি প্রতিদিন / অন্তরা কবির