ফরিদপুর চরভদ্রাসনের উপজেলা পরিষদ চেয়ারম্যান হিসেবে শপথ গ্রহণ করেছেন মো. কাউছার। আজ ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সাড়ে এগারোটার দিকে তাকে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মো. খলিলুর রহমান।
২০১৯ সালের ২২ অক্টোবর হৃদরোগে মৃত্যুবরণ করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোশারফ হোসেন মুসা। এর পর গত বছর ১০ অক্টোবর উপ-নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে বিজয়ী হন আওয়ামীলীগ সমর্থিত প্রার্থী মো: কাউছার। নির্বাচনে অনিয়মের অভিযোগ এনে ৬ ডিসেম্বর উক্ত নির্বাচন বাতিল ঘোষণা করেন নির্বাচন কমিশন। তবে এ সিদ্ধান্তের বিপক্ষে হাইকোর্টে আপীল করেন মো: কাউছার। গত মাসের শেষের দিকে হাইকোর্ট তার পক্ষে রায় ঘোষণা করেন। ২৭ সেপ্টেম্বর উপজেলা চেয়ারম্যান হিসেবে তার গেজেট প্রকাশিত হয়।
বিডি প্রতিদিন/হিমেল