কুড়িগ্রামের ফুলবাড়ী-লালমনিহাট সংযোগ সড়কের কুলাঘাট শেখ হাসিনা ধরলা সেতুর পশ্চিম প্রান্তে পাঁচ হাজার তালবীজ রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় রংপুর রণন’ এর আয়োজনে ও বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কুড়িগ্রামের সহায়তায় এ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার দুপুরে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও রণন সভাপতি ড. তুহিন ওয়াদুদ, বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ কুড়িগ্রাম এর নির্বাহী প্রকৌশলী এ কে এম মশিউর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. আকলিমা বেগম,মার্কেটিং বিভাগের আব্দুর রাজ্জাক, শিমুলবাড়ী ইউপি চেয়ারম্যান মো. এজাহার আলী, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের শিক্ষার্থী জাকারিয়া কাব্য, ছাওমুন পাটোয়ারী সুপ্ত, তুহিন আহমেদ প্রমুখ।
বিডি প্রতিদিন/আল আমীন