রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মা নদীতে জেলে জয় হালদারের জালে ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় মাছ ধরা পড়েছে। বুধবার সকাল ৮টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের ১ কিলোমিটার ভাটিতে ছাত্তার মেম্বারের পাড়া এলাকার পদ্মা নদীতে মাছটি ধরা পড়ে।
পরে বিক্রির উদ্দেশ্যে সকাল ১০টার দিকে দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় আনলে স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ১২০০ টাকা কেজি দরে মোট ৩০ হাজার টাকায় কিনে নেন। পরে তিনি একটু বেশি লাভে বিক্রির জন্যে মুঠোফোনে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করছেন।
জেলে জয় হালদার জানান, বুধবার ভোর রাতে প্রতিদিনের ন্যায় কয়েকজন মিলে নদীতে মাছ ধরতে যাই। নদীতে কয়েকবার জাল ফেলে হতাশ হই। পরে ৮টার দিকে ৭ নম্বর ফেরিঘাটের প্রায় ১ কিলোমিটার ভাটিতে ছাত্তার মেম্বারের পাড়া এলাকায় জাল ফেললে মাছটি ধরা পড়ে।
এ প্রসঙ্গে গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. রেজাউল শরীফ জানান, মিঠা পানির এমন সুস্বাদু মাছ এখন নদীতে মাঝে মধ্যেই ধরা পড়বে। এ ধরনের মাছ সাধারণত ফ্যাসন, দশন, কৌনা, কচাল ও চাকা ওয়ালা ঘাইলা ব্যার জালে ধরা পড়ে। আগামী প্রজন্মের জন্য এই মাছের স্থায়ী অভয়াশ্রম করা গেলে মাছের বংশ বৃদ্ধিসহ আরও বেশি মাছ পাওয়া যেত।
বিডি প্রতিদিন/এমআই