শেরপুরের নালিতাবাড়ী উপজেলা প্রাণিসম্পদের আয়োজনে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে উন্নত জাতের স্ত্রী ভেড়া, দানাদার খাদ্য ও নির্মাণ উপকরণ বিতরণ করা হয়েছে। প্রাণিসম্পদ চত্বরে আজ বুধবার সকালে এসব বিতরণ করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ সূত্রে জানা গেছে, প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন প্রকল্পের মধ্যে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক জীবন মানোন্নয়নের লক্ষে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় নালিতাবাড়ী উপজেলার সুফল ভোগি ২৮৬ জনকে দুইটি করে ভেড়া, ২৭ কেজি দানাদার খাদ্য ও গৃহ নির্মাণ উপকরণ বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হেলেনা পারভীনের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোকছেদুর রহমান লেবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ভেড়া বিতরণ করেন। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ওয়াসিফ রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা (চলতি দায়িত্ব) মো. এমদাদুল হক, নাজমুল সরকারি কলেজের সাবেক জিএস আসাদুজ্জামান সোহেল ও অধিবাসী নারী নেত্রী ক্লোডিয়া নকরেক কেয়া প্রমুখ।
বিডি প্রতিদিন / অন্তরা কবির