বরিশালে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সকাল সাড়ে ৯টায় তার প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেছে বিভিন্ন সংগঠন।
শ্রদ্ধা নিবেদন করেন ভাসানী পরিষদের আহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল এবং আবু জাফর সালেহ, গণসংহতি আন্দোলন বরিশাল জেলা কমিটির আহবায়ক দেওয়ান আব্দুর রশিদ নিলু, জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক, জেলা বাসদ আহবায়ক ইমরান হাবিব রুমন ও সদস্য সচিব ডা. মনিষা চক্রবর্তী, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি মো. জাবের আহমেদসহ ভাসানী পরিষদ এবং ভাসানী পাঠাগারের সংগঠকরা।
এদিকে, মওলানা ভাসানীর ৪৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ভাসানী অনুসারী পরিষদের আয়োজনে বাকবিশস কার্যালয়ে জেলা আহবায়ক অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুলের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন / অন্তরা কবির