চুয়াডাঙ্গা প্রেসক্লাবের ৫৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ বুধবার সকাল ১০টায় ক্লাব মিলনায়তনে সাধারণ সভায় সভাপতিত্ব করে প্রেসক্লাবের সভাপতি সরদার আল আমিন।
সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক রাজীব হাসান কচি। সভায় বিভিন্ন বিষয়ে ক্লাবসদস্যরা গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সাধারণ সভা শেষে বেলা ১২টায় ক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করে। পরে সাংবাদিক সমিতির সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
বিডি প্রতিদিন / অন্তরা কবির