দিনাজপুরে টেকসই উন্নয়নের জন্য হস্তশিল্পের প্রসারে পরিবেশবান্ধব বৈচিত্র্যময় হস্তশিল্প প্রকল্পের প্রদর্শনী সভা আজ বুধবার অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি সংস্থা পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র আয়োজিত ও পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় এই প্রদর্শনী সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম।
সভায়, টেকসই উন্নয়নের জন্য পরিবেশবান্ধব হস্তশিল্পের প্রসারে বৈচিত্র্যময় পণ্য তৈরিতে প্রযুক্তিগত ব্যবহার ও ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সহায়তা প্রদানের পাশাপাশি পরিবেশ ঠিক রেখে কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্বরোপ করেন বক্তারা।
প্রকল্পটি রংপুরের রংপুর সদর, কাউনিয়া ও দিনাজপুরের সদর, বিরামপুর ও ঘোড়াঘাট উপজেলায় বাস্তবায়নাধীন আছে বলে জানান আয়োজকরা।
অনুষ্ঠানে পদক্ষেপ মানবিক উন্নয়ন সংস্থার পরিচালক মোহাম্মদ রেসালাত সিদ্দিকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিসিক'র দিনাজপুর ডেপুটি জেনারেল ম্যানেজার হোসনে আরা খাতুন, দিনাজপুর পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক সমিউল আলম কোরেশি।
বিডি প্রতিদিন / অন্তরা কবির