বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু, রোগমুক্তি ও সুস্থতা কামনায় বগুড়া শহর যুবদলের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল হয়েছে। বুধবার বাদ যোহর রওশন শাহ আনোরুল উলুম তাজবিদুল হাফিজিয়া মাদ্রাসায় বগুড়া শহর যুবদলের উদ্যোগে বিএনপির প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং খালেদা জিয়ার দীর্ঘায়ু, রোগমুক্তি ও সুস্থতা কামনা কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিল শেষে শহর যুবদলের আহ্বায়ক আহসান হাবীব মমির সভাপতিত্বে মাদ্রাসার ছাত্রদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির আহবায়ক ও বগুড়া পৌর মেয়র রেজাউল করিম বাদশা, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, শহর বিএনপির আহবায়ক মাহবুর রহমান বকুল, বগুড়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম আর ইসলাম স্বাধীন, শেখ তাহা উদ্দিন নাহিন, মনিরুজ্জামান মনি, বগুড়া জেলা যুবদলের আহবায়ক খাদেমুল ইসলাম খাদেম, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর এনামুল হক সুমন, শহর যুবদলের সদস্য সচিব আদিল শাহরিয়ার গোর্কি ও যুগ্ম আহবায়ক হারুনুর রশিদ সুজন, জেলা যুবদল আহবায়ক কমিটির সদস্য শাহনেওয়াজ সাজন, রাশেদুল ইসলাম, রেজাউল করিম লাবু, তাজমিলুর ইসলাম বিচিত্র, শহর যুবদলের যুগ্ম আহবায়ক ইমরান হোসেন, তারিক মজিদ সোহাগ, সৌরভ হাসান শিবলু, আবু সাইদ মন্ডল, মেহেদি হাসান বাপ্পি, সাদ্দাম হোসেন। আরোও উপস্থিত ছিলেন লিটন মন্ডল, মেফতা আল রশিদ মিল্টন, রোকন হোসেন, বাইতুল্লাহ শেখ, রোকন, আমানুর রহমান রিপন।
বিডি প্রতিদিন/এএ