নীলফামারী পৌরসভার এক নম্বর ওয়ার্ডে ১৪ কাউন্সিলর প্রার্থী। নয়টি ওয়ার্ডের পৌরসভাটিতে এটিই সর্বোচ্চ প্রার্থী সংখ্যা। ওয়ার্ডটি এখন বেশ জমজমাট ভোট প্রার্থনার প্রচারণায়। ভোটের মাঠে ওই ১৪ প্রার্থীর বাড়ি বাড়ি বিচরণে ভোটারদের মধ্যেও বেড়েছে ব্যস্ততা।
চার হাজার ৬০৮ ভোটার সংখ্যার ওয়ার্ডটির সীমানা সবুজপাড়া, সরকারপাড়া এবং বাড়াইপাড়া এলাকা নিয়ে। ১৪ প্রার্থীকে এলাকার ভোট সমানভাগে ভাগ করে দিলে প্রত্যেকের থলিতে জুটবে মাত্র ৩২৯ ভোট করে।
বাড়াইপাড়া এলাকার ভোটার একরামূল হক (৪৫) বলেন, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এক প্রার্থী সঙ্গে কথা শেষ হতে না হতেই আরেক প্রার্থী এসে দরজার কড়া নাড়ছেন। এতে করে দিনভর ব্যস্ত থাকতে হচ্ছে প্রার্থীদের আগমন ঘিরে। দরজা খোলার ব্যস্ততায় বাড়ীতে থাকা পরিবারের সদস্যরা অনেকটাই ক্লান্ত। ওয়ার্ডটিতে ওই ১৪ প্রার্থী ভোট প্রার্থনায় ঘুড়ে বেড়াচ্ছেন ভোটরদের বাড়ি বাড়ি। এর মধ্যে তিন মেয়র এবং আট সংরক্ষিত মহিলা প্রার্থীরাও ভোটরদের কাছে আসছেন ভোট প্রার্থনায়। ওই ২৫ প্রার্থীর একটি করে প্রচারণার মাইকের শব্দে অনেকটাই অতিষ্ঠ এলাকাবাসী।
প্রার্থীরা বলছেন, ভোটার সংখ্যার তুলনায় প্রার্থীর সংখ্যা অনেক বেশি। তিক্ততা এড়াতে ভোটারদের অবসর সময় বেছে নিয়ে আমরা তাদের কাছে ভোট প্রার্থনায় যাচ্ছি।
৩৫ হাজার ৯৮১ ভোটারের পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর। মেয়র পদে ৩ জন, ৯টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে ৬১জন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ২২ জন প্রার্থী।
বিডি প্রতিদিন/এএ