ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় হেমালি বেগম (৪৫) নামে এক গৃহবধূ বিষপান করে আত্মহত্যা করার ঘটনা ঘটেছে। সে বোয়ালমারী সদর ইউনিয়নের রামনগর গ্রামের বাচ্চু ফকিরের স্ত্রী। গৃহবধূর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়েছে।
থানা সূত্রে জানা যায়, বুধবার সকাল ১১টার দিকে পরিবারের উপর অভিমান করে ওই গৃহবধূ বিষপান করে। তাকে দ্রুত বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে বোয়ালমারী মহিলা কলেজের সামনে পৌঁছালে গৃহবধুর মৃত্যু হয়। পরে তার লাশ রামনগরগ্রামে নিয়ে যায়। থানা পুলিশ খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।
গৃহবধূর লাশ উদ্ধারকারী কর্মকর্তা থানার উপপরিদর্শক কামরুলইসলাম বলেন, বুধবার বিকেলে লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। বৃহস্পতিবার লাশ ময়না তদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানো হবে। থানায় অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বিডি প্রতিদিন/এএম