ভোক্তাদের অধিকার আদায়ে পবিত্র রমাজান উপলক্ষে দিনাজপুর শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে জরিমানা আদায়সহ সতর্ক করা হয়েছে। মঙ্গলবার বিভিন্ন প্রতিষ্ঠানে এসব অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা সংরক্ষন অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ রুমি।
এসময় হোটেলে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে কার্যক্রম পরিচালনাসহ ফ্রিজে পচা মাংস ও তৈরি করা খাবার একসাথে রাখায় জীবন হোটেলকে ৫০০০ টাকা ও তারেক রেস্টুরেন্টকে ২০০০ টাকা জরিমানা করা হয়। এছাড়াও দিনাজপুর শহরের বিভিন্ন শপিং মল, কাঁচাবাজারে পণ্যের মান ও মূল্য বিষযক বাজার নিযন্ত্রণ, খাদ্যের স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে সর্তক করা হয়।
বিডি প্রতিদিন/এএ