ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সমীর চক্রবর্তীকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২টার দিকে জেলা শহরের পৈরতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সমীর শহরের পাইকপাড়া মহল্লার শ্যামলাল চক্রবর্তীর ছেলে। একটি রাজনৈতিক মামলায় তাকে গ্রেফতারের কথা জানিয়েছে পুলিশ।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরানুল ইসলাম জানান, ২০১৮ সালের একটি মামলায় সমীরের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানায় তাকে গ্রেফতার করা হয়েছে।
বিডি প্রতিদিন/হিমেল