টাঙ্গাইলের সখীপুরে নবম শ্রেণিতে পড়ুয়া একটি মেয়ের বাল্যবিয়ে ভেঙ্গে দিলেন উপজেলা প্রশাসন। সোমবার সন্ধ্যায় উপজেলার নলুয়া গ্রামে এ বিয়ে বন্ধ করে দেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা।
এ সময় বিয়ের বর খন্দকার রায়হান (২৬) ও কনের নানি রওশন আরা (৫০) দুজনকে পৃথকভাবে ২০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদাত।
আদালত সূত্রে জানা যায়, বাল্যবিয়ের খবর পেয়ে কনের বাড়িতে পুলিশ নিয়ে হাজির হোন উপজেলা প্রশাসন। এ সময় ভ্রাম্যমান আদালত বসিয়ে বাল্যবিয়ের আয়োজন করায় কনের নানিকে ১০ হাজার ও বিয়ে করতে আসা বরকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জাকিয়া সুলতানা বলেন, কনের পরিবারকে বাল্যবিবাহের কুফল সম্পর্কে বুঝিয়ে আসা হয়েছে। এদিকে ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দেবে না মর্মে মুচলেকা নেওয়া হয়েছে।
বিডি প্রতিদিন/এএ