বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬১তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র কাছারি বাড়িতে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার সমাপনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সিরাজগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
অনুষ্ঠানের শুরুতে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের উত্তরীয় প্রদান ও ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেওয়া হয়।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠানের সম্মানিত অতিথি ছিলেন সিরাজগঞ্জ-৬ আসনের এমপি ও আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক মেরিনা জাহান কবিতা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজম শান্তুনু, সিরাজগঞ্জ জেলা পুলিশ সুপার হাসিবুল আলম, জেলা আওয়ামী লীগের সভাপতি কে এম হোসেন আলী হাসান, সাধারণ সম্পাদক সামাদ তালুকদার, শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি চয়ন ইসলাম, শাহজাদপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা প্রফেসর আজাদ রহমান ও শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. শেখ আব্দুল হামিদ লাবলু প্রমুখ।
সমাপনী দিনের বর্ণাঢ্য অনুষ্ঠানমালায় ছিল সকাল ১০টায় শিশু-কিশোরদের রবীন্দ্র সঙ্গীত ও নৃত্য অনুষ্ঠান, ১১টায় প্রবীণ শিল্পীদের সঙ্গীত অনুষ্ঠান, ১১.৩০টায় প্রতিবন্ধী ও অটিস্টিক শিশুদের সাংস্কৃতিক অনুষ্ঠান, ১২টায় আলোচনা সভা ও পুরস্কার বিতরণ, দুপুর ২টায় গীতিনাট্য ও কাব্যনাট্য ও ৩টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
এর আগে গত ৮ মে বিশ্বকবির স্মৃতি বিজড়িত শাহজাদপুর রবীন্দ্র কাছারি বাড়িতে তিন দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার উদ্বোধন করা হয়েছিল।
বিডি-প্রতিদিন/বাজিত হোসেন