বগুড়া সদরের মহিষবাথান এলাকায় গত ঈদের রাতে প্রকাশ্যে কুপিয়ে ও গুলি করে প্রবাসী আব্দুর রাজ্জাক সরকার (৬৭) খুনের মামলার আসামি মুনছুনকে (২৫) সোমবার রাতে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। সে মহিষবাথান গ্রামের মিলন প্রামাণিকের ছেলে।
ডিবি বগুড়ার ওসি মো. সাইহান ওলিউল্লাহর নেতৃত্বে ডিবি বগুড়া’র একটি টিম গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মুনছুরকে ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে প্রধান আসামি হাতকাটা রোপন সহ ৫ আসামী গ্রেফতার. হত্যাকান্ডে ব্যবহৃত বিদেশী পিস্তুল ও প্রাইভেট কার জব্দ করে পুলিশ। ডিবি পুলিশ মামলা তদন্ত করছে।
এদিকে প্রবাসী আব্দুর রাজ্জাক সরকার খুনের পর তার সম্পদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন পরিবার। কারণ তার স্ত্রী ও অন্য সদস্যরা আমেরিকায় স্থায়ীভাবে বসবাস করেন।
বিডি প্রতিদিন/এএম