গাজীপুরের কালিয়াকৈরে বাস-মোটরসাইকেল সংঘর্ষে শামীম হোসেন নামে মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত হলেন- কুমিল্লা জেলার দেবিদ্বার থানার আলিয়াবাদ এলাকার আকবর মোল্লার ছেলে শামীম হোসেন (২৫)। জেলার গোয়ালবাথান এলাকায় বেলালের বাসায় ভাড়া থেকে চাকরি করতেন।
পুলিশ সূত্রে জানা যায়, কালিয়াকৈর উপজেলা বঙ্গবন্ধু হাইটেক সিটির ভিতরে মঙ্গলবার সন্ধ্যায় শ্রমিক বহনকারী একটি বাসের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেল আরোহী শামীম হোসেন গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা আহতকে গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।
কালিয়াকৈর থানার (এসআই) শওকত হোসেন জানান, বাস ও মোটরসাইকেলের সাথে সংঘর্ষে শামীম হোসেন নামে এক যুবক নিহত হয়েছে। লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে।
বিডি প্রতিদিন/এএম